প্রকাশিত: Fri, Oct 20, 2023 8:06 PM আপডেট: Sun, Dec 7, 2025 12:53 AM
[১]হামাস ও পুতিনকে আমরা জিততে দেব না: বাইডেন
সাজ্জাদুল ইসলাম: [২] গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে জিততে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরও বলেছেন যে, যুক্তরাষ্ট্র অতীতের যেকোনও সময়ের তুলনায় এখন আরও বেশি শক্তিশালী। সূত্র : বিবিসি, আল-জাজিরা
[৩] জো বাইডেন ইসরায়েল সফর থেকে ফেরার পর বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইসরায়েল এবং ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন নিয়েও কথা বলেন।
[৪] ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস এবং ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাওয়া রুশ প্রেসিডেন্ট পুতিনকেও এক কাতারে ফেলে বাইডেন বলেছেন, ‘হামাস এবং পুতিন ভিন্ন ভিন্ন হুমকির প্রতিনিধিত্ব করলেও উভয়ের লক্ষ্য কিন্তু একই, তা হল প্রতিবেশীর গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করা।’
[৫] তিনি বলেন, ‘ইসরায়েল ও ইউক্রেনের সফলতা নিশ্চিত করাটা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি ইউক্রেনে দখলদারিত্বের জন্য পুতিনের ক্ষুধা বন্ধ করতে না পারি তবে তিনি নিজেকে ইউক্রেনের ভেতরে সীমাবদ্ধ রাখবেন না।’
[৬] হামাস ও পুতিনকে জিততে দেবেন না অঙ্গীকার করে বাইডেন বলেন, জেলেনস্কি ও ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে তিনি চলতি বছরের শুরুতে তিনি গোপনে পোল্যান্ড হয়ে ইউক্রেনে গিয়েছিলেন। ইউক্রেন ও গাজায় সংঘাত নিয়ে জো বাইডেন বলেন, ‘ঝুঁকি হচ্ছে চলমান সংঘর্ষ এবং বিশৃঙ্খলা বিশ্বের অন্যান্য অংশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।’
[৭] বাইডেন দাবি করেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো মধ্যপ্রাচ্যের জন্য ‘একটি উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করছে’। সেই ভবিষ্যৎ হবে ‘আরও স্থিতিশীল’ এবং ‘প্রতিবেশীদের সাথে আরও বেশি সংযুক্ত’।
[৮] মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইতিহাসের একটি পরিবর্তনের মুখোমুখি হয়েছি। এটি সেই মুহূর্তগুলোর মধ্যে একটি যেখানে আমরা আজ যে সিদ্ধান্ত নিচ্ছি তা আগামী কয়েক দশকের ভবিষ্যতের রূপ দিতে চলেছে।’
[৯] প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের ইসলামফোবিয়া বা ইসলাম-বিদ্বেষ এবং ইহুদি বিদ্বেষ প্রত্যাখ্যান করতে হবে। তিনি মুসলিম এবং ইহুদি আমেরিকানদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই আমেরিকান।’ সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে